logo

বুলেটিন

বিপদ এড়াতে

আবাসিক হোটেলে ভুলেও যা করবেন না

অনলাইন ডেস্ক

৯ সেপ্টেম্বর, ২০২৪ এ ৯:৫৪ PM

lifestyle_hotel

আবাসিক হোটেলে থাকলে বিপদ এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। ছবি: সংগৃহীত

শেয়ার

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজের জন্য দূরে কোথাও ভ্রমণ করলেই আবাসিক হোটেলে থাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। কিন্তু অনেকেই জানেন না আবাসিক হোটেলে থাকলে বিপদ এড়াতে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি কি জানেন সতর্কতার সে বিষয়গুলো?

 

অনেকেই সঠিক তথ্য না জানার কারণে আবাসিক হোটেলে গিয়ে কিছু ভুল করে বসেন। যা পরে মারাত্মক বিষয়ের কারণ হয়ে ওঠে। তাই জেনে নিই, সুরক্ষিত থাকতে আবাসিক হোটেলে কোন কোন বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন করবেন-

 

১। পরিচয় না জেনে এবং লুকিং গ্লাসে চেহারা না দেখে কখনই দরজা খুলবেন না।

 

২। দরজা বন্ধ করে রাখলেও আপনি স্বস্তিতে থাকবেন না। যতক্ষণ না দরজায় ‘ডু নট ডিস্টার্ব’ সাইন ব্যবহার করবেন।

 

৩। হোটেলে চেক ইনের সময় উচ্চস্বরে রুম নাম্বার বলবেন না। এতে দুষ্কৃতিকারীরা তথ্য সংগ্রহ করে আপনার ক্ষতি করার সুযোগ পায়।

 

৪। রুমে কখনও মূল্যবান জিনিস রাখবেন না। টাকা খরচ হলেও কর্তৃপক্ষের লকারে তা রাখুন। এতে মূল্যবান জিনিস চুরির ভয় থাকবে না।

 

৫। হোটেল রুমের কোথাও ছারপোকা দেখলে কর্তৃপক্ষকে অবগত করুন। মনে রাখবেন, হোটেলের ছারপোকা আপনার জিনিসে ঢুকে আপনার বাড়ি পর্যন্ত হানা দিতে পারে।

৬। হোটেল রুম কিংবা টয়লেটে কোথাও লুকানো ক্যামেরা আছে কিনা তা খেয়াল করুন। চোখে পড়লেই কর্তৃপক্ষকে না জানিয়ে আগে দ্রুত পুলিশকে জানান।

 

৭। হোটেলের মিনিবার থেকে কখনও কোনো পানীয় খাবেন না। কারণ মিনিবারের পানীয় স্বাভাবিক দাম থেকে দ্বিগুণ অনেক সময় তিনগুণ দাম রাখা হয়। আবার অজানা পানীয়ের স্বাদ জানার কৌতূহল থেকে অনেকে কিছু পানীয়ের অর্ডার করেন। মনে রাখবেন, না জেনে কোনো পানীয় খেলেই আমি নেশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। হারিয়ে ফেলতে পারেন আপনার চেতনা। তাই এমন কাজ থেকে বিরত থাকুন, সুরক্ষিত থাকুন।

শেয়ার