logo

বুলেটিন

ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী দয়াল চাকমাকে আর্থিক অনুদান

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

অনলাইন ডেস্ক

২৭ মার্চ, ২০২৫ এ ১১:১৬ AM

rangamati_bgb

রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির শ্রদ্ধা

শেয়ার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। 

 

বুধবার (২৬ মার্চ) সকালে এই বীর সেনানীর সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। এরপর রাঙামাটি সদর সেক্টরের পক্ষে পুষ্পস্তবক প্রদান করা হয়। 

 

এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছিন্নভিন্ন দেহ শনাক্তকারী ও সমাহিত করা দয়াল কৃঞ্চ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াসিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে। এ ছাড়া বীরশ্রেষ্ঠের আত্মার প্রতি শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙামাটির সেক্টর কমান্ডার।

 

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়।

শেয়ার